আপনি অনেক সময় আপনার কিছু কিছু ফাইল গোপন করে রাখেন যেমন হাইড করে বা পাসওয়ার্ড দিয়ে রাখেন। কিন্তু আরেকটি পদ্ধতি আছে ফাইল লুকিয়ে রাখার। আপনি আপনার ফাইলটি যে কোন একটি ছবির ভিতরে লুকিয়ে রাখতে পারেন।
পরে সেই ছবিটি থেকে লুকিয়ে রাখা ফাইলটি বের করতে পারবেন।
মনে করুন, আপনি‘G:/’ ড্রাইভে alin নামে একটি ফোল্ডারে Documents.doc নামে ফাইলটি লুকিয়ে রাখতে চান alin2.jpg নামক ছবিটির ভিতরে। তাহলে যা করতে হবে :
১. ‘G:/’ ড্রাইভটিতে প্রবেশ করুন।
২. ‘alin’ নামে ফোল্ডার তৈরি করুন।
৩. ‘alin’ নামক ফোল্ডারে যে ফাইলটি লুকিয়ে রাখতে চান সেটি আর যে ছবিটির ভিতরে লুকিয়ে রাখবেন সেটি রাখুন।
৪. যে ফাইলগুলি/ফাইলটি ( Documents.doc ) লুকিয়ে রাখবেন সেটাকে/সেগুলিকে একত্রে সেলেক্ট করে Winrar দিয়ে rar ফাইলে পরিণত করুন। ( ফাইলটিতে/ফাইলগুলিতে মাউসের ডান বোতাম ক্লিক করে Add to archive এবং OK বাটনে চাপ দিয়ে Rar ফাইলে পরিনত করুন। )
৫. এবার Start –> Run এ ক্লিক করুন।
৬. তারপরে cmd টাইপ করে Command Prompt ওপেন করুন।
টাইপ করুন G: এন্টারে চাপ দিন।
আবার টাইপ করুন Cd alin এন্টারে চাপ দিন।
তারপর টাইপ করুন Copy /b alin.jpg + Documents.rar alin2.jpg এন্টারে চাপ দিন।
Exit টাইপ করে এন্টরে চেপে বেরিয়ে আসুন।
এখন আপনি যে ছবিটির মধ্যে(alin2.jpg) আপনার ফাইলটি/ফাইলগুলি হাইড করেছেন সেটি রেখে বাকি সব কিছু মুছে দিন। যখনই আপনার ফাইলটি/ফাইলগুলি দেখার প্রয়োজন হবে তখনই ছবিটিতে মাউসে রাইট ক্লিক করে Open with –> Winrar Archiver করে ফাইলটি ব্যবহার করতে পারবেন। আর যদি দেখতে না পান তাহলে Open With –> Choose Program… –> Winrar Archiver –> OK করুন।
সর্বশেষ ফাইলটি দেখতে একটি .jpg ফাইল হবে। ফাইলটি দেখুন :
যদি আপনার Winrar সফ্টওয়্যারটি না থাকে তাহলে ডাউনলোড করুন Winrar এখানে ক্লিক করে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন।Source
0 comments:
Post a Comment