Thursday, October 30, 2008

Help to your friend's computer from own computer

ধরূণ, আপনার বন্ধু থাকে প্রবাসে আর আপনি বাংলাদেশে। তার দরকার আপনাকে ও আপনার instant help .আপনি online থেকে এ কাজটি করতে পারেন.এজন্য অবশ্যই আপনার ও আপনার বন্ধুর কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং টিমভিউয়ার সফটওয়্যার ইনষ্টল থাকতে হবে।
http://www.teamviewer.com/

সফটওয়্যারটি চালু করলেYour Details অংশে ID এবং Password এর ঘর আসবে আর এ ঘরে আপনার বন্ধু যে ID ও Password ব্যবহার করতেন তা আপনাকে জানিয়ে দিতে হবে যেহেতু আপনি আপনার বন্ধুর কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন তাই Remote Support নির্বাচন করে Partner Details এর ID অংশে আপনার বন্ধুর দেওয়া আইডি লিখে Connect Partner বাটনে ক্লিক করুন। এরপর পাসওয়ার্ড চাইলে আপনার বন্ধুর দেওয়া পাসওয়ার্ড লিখে Log On বাটনে ক্লিক করুন- কিছুক্ষণের মধ্যে আপনার বন্ধুর দেওয়া আইডির টাইটেলে একটা উইন্ডো আসবে, যা আপনার বন্ধুর কম্পিউটারের ডেক্সটপ। এখন আপনি উক্ত ডেস্কটপের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন। ।যেমন:File transfer,ফোল্ডার তৈরী, ডিলিট করা, ডাউনলোড করা, ছবি দেখা ,টাইপ করা, ইত্যাদি´, বিষয়টি বেশ মজার।

0 comments:

Post a Comment

newer post older post Home

Delete this element to display blogger navbar